ভোলায় বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফলতার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অবদান অনেক। তিনি একজন মহীয়সী নারী। তার অনুপ্রেরনায়বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সফল রাষ্ট্রনায়ক হিসাবে পরিচিতি পেয়েছে বিশ্বকাসীর কাছে। জীবদ্দশায় বঙ্গবন্ধুর জীবনের অনেকটা সময় কেটেছে কারাগারে, রাজনৈতিক কর্মকান্ডের ব্যস্ততায়। নানা দুঃসময়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পুরো পরিবারকে নিয়ে সংগ্রামী জীবন যাপন করেছেন। নিজের সন্তানদের যেমন মানুষ করেছেন তেমনি সেই আগলে রেখেছেন আওয়ামী লীগের ছেলে মেয়েদেরকেও। নিজ হাতে খাইয়েছেন। শত কষ্টের মাঝেও বঙ্গবন্ধুকে প্রেরনা দিয়ে গেছেন। তাই তিনি সবারে কাছে মহীয়সী নারী বেঁচে থাকবেন যুগযুগ ধরে।গতকাল বুধবার (৮আগষ্ট) ছিল তার ৮৮তম জন্ম বার্ষিকী। এউপলক্ষে দুপুরে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনে বক্তারা এ কথা বলেন।প্রফেসর মোঃ ইসরাফিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সফিকুল ইসলামপ্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment