ছাতকের বিভিন্ন এলাকা ৮ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে শনিবার

 হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ :

ছাতকের বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় টানা ৮ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ঘোষনা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতক বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়. ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৩/১১কেভি উপ কেন্দ্রের মেরামত ও সংরক্ষণ এবং ১১কেভি সঞ্চালন লাইনের নিকটবর্তী গাছ-পালার ডাল-পালা কর্তনে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা আবশ্যক। গাছের ডাল-পালা কর্তন কার্যক্রম চলাকালে আগামীকাল শনিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ, ইউএনও অফিস, ছাতক পৌরসভা, সংসদ সদস্যের বাসভবন, ছাতক বাজার, হাসপাতাল রোড, ছাতকহাসপাতাল, ফায়ার সার্ভিস, ছাতক রেলওয়ে ষ্টেশন এলাকা, ছাতক ডিগ্রি কলেজ ও সংলগ্ন এলাকা, বাগবাড়ি, নোয়ারাই, কালারুকা, চেচান, চৌকা, জাউয়াবাজার এবং দোয়ারা উপজেলার টেংরাটিলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ সম্পাদন তরান্বিত হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে। ## ছাতকে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ছাতকে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছে। মেলায় ফসল উৎপাদনে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর মধ্যে এডব্লিউডি প্রযুক্তি, বিষমুক্ত সবজী উৎপাদন, একটি বাড়ি একটি খামার, বাড়ির আঙ্গিনায় পরিকল্পিভাবে বৃক্ষ রোপন, পাচিং, আলোক ফাঁদ, ধান রোপন যন্ত্র, রাইস ট্রান্সপ্লান্টার প্রদর্শন, রাবার ড্যাম এলাকায় নদীর পানি ব্যবহার করে কম খরচে ফসল উৎপাদন, কম্পোষ্ট, এফওয়াইএম, ভাসমান সবজী বীজতলা, লগো পদ্ধতিতে ধান উৎপাদনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি মেলায় প্রদর্শিত হচ্ছে। প্রযুক্তি মেলার পাশাপাশি ৬টি স্টলে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিক্রয়ের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এ ছাড়া দেশেী-বিদেশী বৃক্ষের চারাও এখানে সুলভ মুল্যে ক্রয় করা সুযোগ রয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রযুক্ত মেলায় বিভিন্ন এলাকার নার্সারী মালিকরা স্টলের মাধ্যমে বৃক্ষ চারার সমাহার ঘটিয়েছেন। এর আগে সকালে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপনী ও পুৃরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্তার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা পদ্মমোহন সিংহ প্রমুখ। সভা শেষে বৃক্ষ মেলায় অংশ নেয়া সবুজ বন নার্সারীর মালিক আবুল হোসেন, সাজানো বাগান নার্সারীর মালিক তৌফিকুল

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment