বার্সায় ‘ঐতিহাসিক’ ৭ নম্বর জার্সিতে কুটিনহো

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ফুটবল জগতের নজর কেড়েছেন মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। অবশ্য তার আগেই স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন এই তারকা। আর এবার কিন্তু ক্লাব জানা গেল, আসন্ন মৌসুমে বার্সেলোনার ৭ নম্বর জার্সি পরে খেলতে নামবেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

ইংলিশ ক্লাব লিভারপুল থেকে জানুয়ারিতে বার্সায় যোগ দেওয়ার পর কুটিনহোকে ১৪ নম্বর জার্সি দেয়া হয়েছিল। ১৪ নম্বর জার্সিটি বার্সেলোনার কিংবদন্তী খেলোয়াড় ও কোচ ইয়োহান ক্রুইফের জন্য জনপ্রিয় ছিল।

কিন্তু ক্লাব সূত্র নিশ্চিত করেছে, এবারের মৌসুমে কুটিনহো ৭ নম্বর পরে খেলবেন। গত মৌসুমে আরডা তুরান ক্লাব ছেড়ে যাবার সময় ৭ নম্বর জার্সিটি দান করে গিয়েছিলেন। সেটা পরেই এবার মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

উল্লেখ্য, ৭ নম্বর জার্সি পরে এর আগে বার্সেলোনার যারা খেলেছেন তাদের মধ্যে অন্যতম- পেদ্রো রদ্রিগেজ, ডেভিড ভিয়া, এইডার গুডজনসেন, হেনরিক লারসন, আলফোনসো পেরেজ, সাবেক বিশ্বসেরা খেলোয়াড় লুইস ফিগো।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment