ভারতীয় সৈন্য ও সামরিক কপটার সরিয়ে নেওয়ার নির্দেশ মালদ্বীপের

ভারতীয় সৈন্য ও সামরিক কপটার সরিয়ে নেওয়ার নির্দেশ মালদ্বীপের
ভারতীয় সামরিক বাহিনীর সদস্য এবং সামরিক কপটার সরিয়ে নেয়ার আহবান জানিয়েছে মালদ্বীপ। দেশটিতে ভারতের দুটি হেলিকপ্টার এবং সামরিক বাহিনীর ৫০ জন সদস্য রয়েছেন। খবর এনডিটিভি’র
ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভারতের এসব কপটার এবং সেনাদের মূলত চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। অতীতে এগুলো আমাদের উপকারে এসেছে। কিন্তু এখন আমরা নিজেরাই সক্ষমতা অর্জন করেছি। ভারতের সহায়তা আমাদের দরকার নেই।
তিনি জানান, প্রতি মাসেই মালদ্বীপ ও ভারতের বাহিনী যৌথ অভিযান চালায় অর্থনৈতিক অঞ্চলে। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র বুধবার জানান, কপটার এবং সেনারা এখনো মালদ্বীপে আছে। পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন সরকারের কড়া সমালোচক ভারত। দেশটি সাবেক প্রেসিডেন্ট নাশিদের সমর্থক হিসেবে পরিচিত। আর প্রেসিডেন্ট ইয়ামিন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন। বর্তমানে মালদ্বীপে চীনের প্রচুর বিনিয়োগ এসেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment