স্টোকসকেই এগিয়ে রাখলেন পোলক

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার থেকে ইংলিশ তারকা বেন স্টোকসকে এগিয়ে রাখলেন বিশ্বের শন পোলক। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটারের মতে, ‘‌স্টোকসই এখন সেরা অলরাউন্ডার।’‌

শন পোলকের যুক্তি, ‘‌টি-টোয়েন্টি ক্রিকেট খেলার পর, আসলে অনেকেই মনে করছে, তারা ব্যাট আর বল দুটোই করতে পারে!‌ আমরা যদি সত্যিকারের অলরাউন্ডার খুঁজতে যাই, তাহলে বিশ্ব ক্রিকেটে এতজন আছে যে, তাদের ভেতর থেকে একজনের নাম উল্লেখ করা কঠিন। তবে আমি বেন স্টোকসের নাম বলব। ভারতীয় দলের দিকে যদি তাকিয়ে দেখি, তা হলে বলতে হয়, পান্ডিয়া ওদের কাছে অলরাউন্ডার হিসেবে একটা বিকল্প। যে অনেক দিন হয়ত খেলবে। ওর স্টাইল, মানসিকতা বিরাটের পছন্দ। তবে ভবিষ্যতই বলবে, পান্ডিয়া কতদূর এগোবে।’‌

হার্দিককেও পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার। বলেছেন, ‘‌হার্দিককে থিতু হওয়াটা শিখতে হবে। ব্যাটিং অথবা বোলিং- যেকোন একটায় মন দিক। যাতে ও নিয়মিত দলে ডাক পায়। দুই দিকে মন দিতে গেলে ব্যাপারটা কঠিন হয়ে যায়। আগে তো নিজের জায়গাটা হার্দিক পাকা করুক। রান করুক। তারপর অন্যটা নিয়ে ভাবুক।’‌ ‌

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment