ওয়াশিংটনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভ | দৈনিক আগামীর সময়

ওয়াশিংটনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিক্ষোভ | দৈনিক আগামীর সময়
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শ্বেতাঙ্গ জাতীয়তবাদীদের বিক্ষোভ হয়েছে গতকাল রবিবার। ভার্জিনিয়ার চার্লোটেসভেলিতে হামলার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে রক্ষণশীল শ্বেতাঙ্গরা এই বিক্ষোভের আয়োজন করে। পাল্টা বিক্ষোভ করে বিরোধীরা।
হোয়াইট হাউসের কাছে লাফায়েতি স্কয়ারে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ উপলক্ষ্যে শনিবার থেকেই সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারা বসায়।
প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় বলেছেন, সব ধরনের বর্ণবাদই খারাপ। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শ্বেতাঙ্গদের সংগঠন ইউনাইট দ্য রাইট ২ বিক্ষোভের আয়োজন করে।
গত বছর চার্লোটেসভেলিতে এক শ্বেতাঙ্গের গাড়ি চাপায় এক নারী নিহত হয়। এ নিয়ে প্রচুর সমালোচনা হয়। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প এদের সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ ওঠে। যদিও ট্রাম্প পরে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সমালোচনা করেন। – সিএনএন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment