ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

 যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট ছাগলনাইয়া উপজেলা জাসদের উদ্যোগে বিকালে জাসদ কার্যালয়ে এক আলোচনা সভা,র্যালী মিলাদ ও দোয়ার আযোজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুর বারী। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ,বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বঙ্গবন্ধু মানে লাল সবুজের পতাকা। তাই বঙ্গবন্ধু কখনো মরতে পারে না বঙ্গবন্ধু চিরঅম্লান। বঙ্গবন্ধু বাঙ্গালীর হৃদয়ে চির সজিব। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা পাটোয়ারী, ছাগলনাইয়া পৌর জাসদের সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, পাঠান নগর ইউনিয়ন জাসদের আহবায়ক মাহবুবুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা জাসদের দপ্তর সম্পাদক সলিমুল্লাহ ভূঁইয়া ছাগলনাইয়া পৌর জাসদের সহ সভাপতি সালাউদ্দিন মজুমদার যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মহামায়া ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হান্নান সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, রাধানগর ইউনিয়ন জাসদের সভাপতি ডাক্তার আব্দুল্লাহ রিপন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ-সভাপতি আছমা মেম্বার, পাঠাননগর ইউনিয়ন জাসদের সহ-সভাপতি আজিমুল হক, আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন তামিল মিল্লাত মাদ্রাসার সুপার জনাব মাওলানা মজিবুল হক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment