বেনাপোল সীমান্ত থেকে ৫৪০ পিচ শাড়ী উদ্ধার

শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। 
যশোরের বেনাপোল সীমান্ত শিকড়ি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্হায় ভারতীয় ৫৪০ পিচ জামদানী সিল্ক শাড়ী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

রবিবার(১৯ আগষ্ট) ভোরে সীমান্তের শিকড়ির একটি মাঠ থেকে শাড়ীর চালানটি উদ্ধার করে বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে একদল চোরাচালানী বিপুল পরিমান ভারতীয় শাড়ী পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে।

এমন সংবাদে বিজিবি’র একটি টহল দল শিকড়ী মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত প্যাকেট ভর্তি ৫৪০ পিস শাড়ি উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা। উদ্ধাকৃত শাড়ি বেনাপোল কাস্টমসে আটক শাখায় জমা করা হবে বলে তিনি জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment