নওগাঁর বদলগাছীতে ত্রিশ লক্ষ শহীদের স্বরণে গাছের চারা বিতরন ও দোয়া মাহফিল

ফারমান আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে ত্রিশ লক্ষ শহীদের স্বরণে গাছের চারা বিতরন ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আতœার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বরেদ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষের আয়োজনে উপজেলার কোলা বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর আসনের সাবেক সংসদ সদস্য ড.আকরাম হোসেন চৌধুরী। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষের নওগাঁর নির্বাহী প্রকৌশলী শমসের আলী, বদলগাছী উপজেলার সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ,কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিকি মাষ্টার,ইউপি চেয়ারম্যান এসকেন্দার মির্জা বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল হাসান তিতু, কোলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জুয়েল হোসেন, বিলাশবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল(বাবু),উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হিরা আহম্মেদসহ অন্যন্য গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আতœার শান্তি কামনায় দোয়া শেষে ইউপির গভির নলকূপের অপারেটরদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরন করা হয়। মান্দায় গলায় ফাঁস দিয়ে গৃবধুর আত্মহত্যা ফারমান আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় গলায় ফাঁস দিয়ে জরিনা বেগম (৩০) নামে এক গৃবধুর আত্মহত্যার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। জরিনা বেগম গ্রামের কাওসার আলীর স্ত্রী। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে জরিনা বেগম নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে দেবদারু গাছ থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। তবে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে কখন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment