ওয়াক্সে ব্যথা-ভয়? তাহলে আপনার জন্য…

সৌন্দর্য সচেতন নারীরা নিজের দেহের প্রতিটি ইঞ্চি নিয়েই থাকেন সচেতন। হাত-পায়ের কালো লোমগুলোও অনেকেই চাননা। সুন্দর মসৃণ ত্বকের জন্য দাগ ও লোমহীন করতে প্রয়োজন ওয়াক্সিং। নিয়মিত পার্লারে গিয়ে ওয়াক্স করতেও বেশ খরচ হয়, সময় যায় আর ব্যথাও লাগে। অনেকে এই ব্যথার জন্য ভয় পান, ওয়াক্স করতে। তাহলে উপায়?

ঘরেই প্রায় ব্যথাহীন ওয়াক্স করতে পারেন, একেবারেই কম খরচে, কম সময়ে আর ফলাফল? করেই দেখুন। কীভাবে…

এক কাপ চিনি, দুই টেবিল চামচ লেবুর রস আর পরিমাণ মতো পানি দিয়ে একটি পাত্রে জ্বাল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন।

পেস্টটি ঠাণ্ডা করে হাতের আঙুল দিয়েই হাত-পায়ের লোমের উল্টো দিকে(নিচ থেকে ওপরে) লাগিয়ে ১৫ মিনিট রেখে তুলে নিন।

এটি মাসে একবার করলেই আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও মসৃণ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment