জগন্নাথপুরে “পিজি ফাউন্ডেশন” এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ 
জগন্নাথপুরে জনকল্যান মুলক সামাজিক সংগঠন “পিজি ফাউন্ডেশন ” এর উদ্যোগে  প্রায় পাঁচ শতাধিক মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ব্যবস্থাপত্র ও ঔষধ দেওয়া  হয়েছে।  সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার জনকল্যান মুলক সামাজিক সংগঠন” পিজি ফাউন্ডেশন ”  ৩১ শে আগষ্ট শুক্রবার   জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের ছয় জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০  ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্ষন্ত অত্র এলাকার সুবিধা বঞ্চিত  প্রায় পাঁচ শতাধিক হত-দরিদ্র  রোগীদের ব্যবস্হাপত্র ও ঔষধ প্রদান করেন। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তালহা আলম,যুক্তরাজ্য প্রবাসী সাফিয়া বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
পিজি ফাউন্ডেশন এর চেয়ারম্যান সৈয়দ তালহা আলম জানান,সমাজের সুবিধা বঞ্চিত হত-দরিদ্র  মানুষের কল্যানে কাজ করার অংশ হিসেবে কেশবপুর এলাকার ৫ শতাধিক মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা ও কিছু ঔষধ প্রদান করা হয়েছে।  হত- দরিদ্র সুবিধা বঞ্চিত  জনগোষ্টীর কল্যানে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment