খানেপুর-শৈল্যা গ্রামবাসী ও আয়োজক কমিটির উদ্যোগে  নৌকা বাইচ প্রতিযোগিতা – ২০১৮

আগামী ১০ ই সেপ্টেম্বর ২০১৮ খ্রি. ২৬ শে ভাদ্র ১৪২৫ বাংলা রোজ : সোমবার, দুপুর ০১ঃ০০ ঘটিকায় ঐতিহ্যবাহী ইছামতি নদীর নবাবগঞ্জ উপজেলার নয়ণশ্রী ইউনিয়নের খানেপুর-শৈল্যা অংশে এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় পুরস্কার সমূহ  :
ক) ঘাসী নৌকা :
প্রথম পুরস্কার : ১ টি মোটর সাইকেল
দ্বিতীয় পুরস্কারঃ১ টি ফ্রিজ (১০ সিএফটি)
তৃতীয় পুরস্কার : ১ টি ফ্রিজ (৮ সিএফটি)
খ) চৌরা নৌকা :
প্রথম পুরস্কার :১ টি ফ্রিজ
দ্বিতীয় পুরস্কারঃ১ টি ফ্রিজ
তৃতীয় পুরস্কারঃ২১” রঙিন টেলিভিশন
গ) খেলনা নৌকা :-
প্রথম পুরস্কার : ১ টি ফ্রিজ
দ্বিতীয় পুরস্কার : ১ টি ফ্রিজ
তৃতীয় পুরস্কার : ২১” রঙিন টেলিভিশন
এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল নৌকার জন্য সান্ত¡না পুরস্কারের ব্যবস্থা থাকবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী :
১) ১০/০৯/২০১৮ তারিখ রোজ সোমবার দুপুর ১২ঃ০০ ঘটিকার মধ্যে নৌকা ও নৌকার মালিকের নাম ও পূর্ণ ঠিকানা এন্ট্রি করতে হবে।
২) অংশগ্রহণকারী প্রতিটি নৌকার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। (লটারীর মাধ্যমে জোড়া নির্ণয় করা হবে। এক্ষেত্রে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।)
৩) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকার সাথে ইঞ্জিন চালিত কোন নৌকা থাকতে পারবে না।
৪) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোন নৌকায় কারো সাথে বৈধ/অবৈধ কোন প্রকার অস্ত্র থাকলে বা প্রদর্শন করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫) প্রতিযোগিতায় পরিচালনা কমিটি/বিচারকবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬) প্রতিযোগিতা শুরুর জন্য স্টার্টিং পয়েন্টে কমিটির বোটের পাশাপাশি থাকতে হবে, নতুবা উক্ত নৌকা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। কমিটির বাঁশি বাজানোর আগে প্রতিযোগিতা শুরু হবে না।
৭) ফিনিশিং পয়েন্টে রিং ধরার উপর বিজয় নির্ধারিত হবে। একই সাথে রিং ধরলে পুনরায় প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
৮) বিশৃংখলা সৃষ্টিকারী নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবে। বিজয়ী হলেও উক্ত নৌকাকে পুরস্কার প্রদান করতে কমিটি বাধ্য থাকবে না।
উক্ত প্রতিযোগিতায় আপনার সদয় উপস্থিতি ও সহযোগিতা এলাকাবাসীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টা বেগবান হবে।
                                                                     শুভেচ্ছান্তে
                     সামসুদ্দিন আহমেদ                                                           মোঃ সোহরাব হোসেন
              সভাপতি, নৌকা বাইচ কমিটি                                    সাধারণ সম্পাদক, নৌকা বাইচ কমিটি
                মোবা : ০১৯১৯ ০০৯৫৭৩                                              মোবা : ০১৮২২ ৭৪৩৫২৮

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment