নবমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে সেরেনা

১৯তম বাছাই আনাসতেসিজা সেভাস্তোভাকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামস। লাটভিয়ার সেভাস্তোভাকে ৬-৩, ৬-০ সেটে হারিয়েছেন সাবেক নাম্বার ওয়ান। ফাইনালে মার্কিন তারকা খেলোয়াড়ের প্রতিপক্ষ জাপানি খেলোয়াড় নাওমি ওসাকা।

এই নিয়ে নবমবার ইউএস ওপেনের ফাইনালে খেলছেন সেরেনা। মোট ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা ছয়বার জিতেছেন ইউএস ওপেন। এবারের ইউএস ওপেন জিতলে তিনি ছুঁয়ে ফেলবেন সর্বাধিক একক ট্রফি জেতা মার্গারেট কোর্টের রেকর্ড।

ফাইনাল নিশ্চিত হওয়ার পর সেরেনা মজা করে বলেন, আমি অনেক কঠোর পরিশ্রম করে আসছি। আমি বেশ কয়েকটি চ্যাম্পিয়নশিপও জিতেছি, তাই আমি জানি এটা কীভাবে করতে হয়। আমি এখানে আসি শুধু প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর জন্য।

নাওমি ওসাকা

ফাইনালে সেরেনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে খুশি নাওমি ওসাকা। ২০ বছর বয়সী এ খেলোয়াড় বলেছেন, ‘আমি সত্যিই সেরেনার সঙ্গে খেলতে আগ্রহী।’ সূত্র: ইএসপিএন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment