মেক্সিকান ক্লাবেই গেলেন ম্যারাডোনা

এবার মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব ডোরাডোস ডে সিনালোয়ার কোচের দায়িত্ব নিয়েছেন ফুটবল ঈশ্বর দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা।  বৃহস্পতিবার আর্জেন্টাইন কিংবদন্তির নাম ঘোষণা করে ক্লাবটি।

ইতিহাসের অন্যতম সেরা এ ফুটবলারের কোচিং ক্যারিয়ার অবশ্য খুব একটা সমৃদ্ধ নয়। এখন দেখার বিষয়, মেক্সিকোর ক্লাবটিকে কতদূর নিয়ে যেতে পারেন ৫৭ বছর বয়সী এ মহাতারকা।

আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা কোচ হিসেবেও নেমেছিলেন বিশ্বজয়ের মিশনে। তবে ২০১০ বিশ্বকাপে তার কোচিংয়ে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে জার্মানির কাছে আর্জেন্টিনার বিদায় ঘটে। এরপর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

পরবর্তী আট বছর সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবে কোচিং করিয়েছেন কেবল, কোনো জাতীয় দলের সঙ্গে যুক্ত হননি। গত এপ্রিলে আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর দায়িত্ব ছাড়ার পর মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন তিনি। অবশ্য গত জুলাইয়ে বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের সভাপতি হয়েছেন তিনি। ডোরাডোস ক্লাবটি গড়ে ওঠে ২০০৩ সালে। গড়ে ওঠার তিন বছরের মাথায় তারা বর্তমানের বিখ্যাত কোচ পেপ গার্দিওলাকে ফুটবলার হিসেবে নিয়ে এসেছিল।

ডোরাডোসের প্রেসিডেন্টের বিশ্বাস, ম্যারাডোনার ছোঁয়ায় পুরোপুরি বদলে যাবে তাদের ক্লাবটি। ১৫ দলের মেক্সিকোর দ্বিতীয় বিভাগ লীগে ডোরাডোর অবস্থান এখন ১৩ নম্বরে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment