চুয়েটে রিসার্চ মেথোডলজি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ড স্লাইড রিসার্চ (সিআরএইচএলএসআর)-এর উদ্যোগে গবেষণা পদ্ধতি (ডড়ৎশংযড়ঢ় ড়হ জবংবধৎপয গবঃযড়ফড়ষড়মু) শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০১৮ খ্রিঃ পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত কর্মশালার উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সিআরএইচএলএসআর- এর চেয়ারম্যান এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় পৃথক সেশনে ‘ ওহঃৎড়ফঁপঃরড়হ ঃড় জবংবধৎপয উবংরমহ ’ বিষয়ে অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক, ‘ খরঃবৎধঃঁৎব জবারবি ঞবপযহরয়ঁবং ’ বিষয়ে অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং ‘ জবভবৎবহপরহম ঞড়ড়ষং ’ বিষয়ে সহকারী অধ্যাপক ড. মোঃ আফতাবুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন। এতে পুরকৌশল বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment