নেচে গেয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করবেন তারকারা

সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৫ সেপ্টেম্বর  অনুষ্ঠিত হবে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের লক্ষে অপেন এয়ার কনসার্ট।সকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের লক্ষে দীর্ঘ দিন ধরেই দেশব্যাপী এই অপেন এয়ার কনসার্ট চলছে। তার ধারাবাহিকতায় এবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ’ শীর্ষক  অনুষ্ঠান ও অপেন এয়ার কনসার্ট।

এ কনাসার্টে শোবিজ তারকারাও নেচে গেয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা চালাবেন। অনুষ্ঠানটি আয়োজন করছে পার্ক এড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও এশিয়ান টেলিভিশন। যাতে পারফর্ম করবেন  শিল্পী মমতাজ, চিত্রনায়িকা পূর্ণিমা, অপু বিশ্বাস, আমিন খান, জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা আঁচল, সাইমন, বাপ্পী, শিল্পী ফকির সাহাবুদ্দিন, ব্যান্ড স্যালভেশন ওয়ারফেজ, কর্নিয়া, মুহিন, আবু হেনা রনি (মিরাক্কেল), লিজাসহ অনেকে।

দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত চলবে এ কনসার্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment