ফুরিয়ে যাননি মালিঙ্গা

দীর্ঘ একবছর বিরতির পর লঙ্কান দলে ফিরেছেন লাসিথ মালিঙ্গা। আর ফিরেই বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামিয়েছেন এ ক্রিকেটার। ৬ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ১২। একটি মেডেন ওভারসহ তুলে নিয়েছেন ৪ উইকেট।

বলতে পারেন এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে এক মালিঙ্গার কাছেই বাংলাদেশের ব্যাটসম্যানরা অসহায় পড়েছেন। প্রথম ওভারেই শূন্যরানে সাজ ঘরে ফিরিয়েছেন লিটন দাস ও সাকিব আল হাসান। এরপর মুশফিক-মিথুনের ১৩১ রানের জুটিও ভেঙেছেন তিনি। ৬৩ রানে সাজ ঘরে ফিরিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া মিথুনকে। এরপর মোসাদ্দেক হোসেনকেও ১ রানে ক্যাচে পরিণত করেন এ ইয়র্কার স্পেশালিস্ট। ৩৫ বছর বয়সেও প্রমাণ করলেন ফুরিয়ে যাননি মালিঙ্গা।

প্রসঙ্গত, ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লাসিথ মালিঙ্গার। ২০৫ ম্যাচ খেলা এই বোলারের ওয়ানডে উইকেট সংখ্যা ৩০৫। এর মধ্যে ৫ উইকেট পেয়েছেন ৭ বার। আর ৪ উইকেট করে পেয়েছেন ১০ বার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment