নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নব- নির্মিত ভবন উদ্বোধন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। আইসিটি কলেজ প্রকল্পের আওতায় ও পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন এ ভবনের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ভবন উদ্বোধন শেষে কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল কাদের রোকন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন চৌধরী, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা ও লিপি ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, প্রভাষক এস এম মাহবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সদ্দার আব্দুর রউফ, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ হেলাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাল খলিফা, ইউপি সদস্য রফিক, ইউনিয়ন যুবলীগ নেতা ও সমাজ সেবক কামাল খলিফা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ। এর আগে আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃত্যুঞ্জয় কুমার জোয়াদ্দার।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment