ঝিনাইদহে প্রতিবন্ধী ব্যাক্তিদের সবজির মূল্য নির্ধারণ,বাজারজাতকরণ প্রশিক্ষণ

 ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে প্রতিবন্ধী ব্যাক্তিদের তৈরী জৈব সবজির মূল্য নির্ধারণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত। এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত “জয়েন্ট ইনিশিয়েটিভস্ধসঢ়; ফর বিজিনেস ইনকাম এন্ড নলেজ একশন ফর ডিজএবেলিটিজ”(জীবিকা) প্রকল্পের আওতায় জৈব সবজির মূল্য নির্ধারণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ শীর্ষক একদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। ২৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৯.০০ থেকে শুরু হয়ে বিকাল ৫.০০ পর্যন্ত চলমান থাকে। প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের ফোকাল জনাব সুরাইয়া পারভীন শিল্পী, সহকারী পরিচালক, এইড ফাউন্ডেশন-ডিসিআরপি। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন জনাব এম,এ,জি মোস্তফা রাব্বী, প্রোগ্রাম অফিসার, জীবিকা প্রকল্প। প্রশিক্ষণে তিনি কিভাবে উৎপাদিত সবজির সঠিক মূল্য পাওয়া যাবে, কিভাবে সবজি প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ করতে হবে এসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রশিক্ষণ শেষে সদস্যদের মধ্য থেকে প্রশিক্ষণের উপকারীতা তুলে ধরে বক্তব্য রাখেন মোঃ আসাদ মন্ডল, অভিভাবদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোছাঃ সুকজান খাতুন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment