দোহারে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিনিধি :

গতকাল ১ অক্টোবর সোমবার বিকালে ঢাকা দোহার উপজেলার কার্তিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের সাংগাঠনিক সম্পাদক ও কার্তিকপুর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আনারকলি পুতুলের সভাপতিত্বে ক্রীড়া ও মেধা পুরুস্কার বিতরনি অনুষ্ঠান ২০১৮” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি ও দোহার উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহ্সান খোকন শিকদার। তিনি তার বক্তব্যে অভিবাবকদের উদ্দেশ করে বলেন,আপনারা প্রতিদিন আপনাদের ছেলেমেয়েদের খোজ খবর নিবেন,ওরা কখন বাড়ি ফিরে, কখন বাড়ি থেকে বেড় হয় এগুলো খেয়াল রাখবেন। নিজেদের মধ্যে পারিবারিক অনুশাসন স্থাপন করবেন। তিনি শিক্ষকদের উদ্দশ্যে বলেন,আপনার মানুষ গড়ার কারিগর।আপনারা শিক্ষার্থীদের যা শিখাবেন ওরা তাই শিখবে। আপনারা শিক্ষার্থীদের বেসিক জিনিস গুলো শিক্ষা দিবেন। প্রাইমারি শিক্ষা যেন হাই স্কুলের শিক্ষায় সহায়ক হিসাবে কাজে লাগে। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা মা বাবার কথা শুনবে, তোমরা শিক্ষকের কথা শুনবে,ভালোভাবে লেখা পড়া করবে, তোমরাই হবে আগামী দিনের শ্রেষ্ঠ সন্তান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী,কুসুমহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ,কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই-আযম,সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ চ্ঞ্চল কুসুমহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.আবু সাঈদ মিয়া,সাধারন সম্পাদক মো.ফরহাদ হোসেন মিয়া,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনোয়ারা মেম্বার, আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান বেপারী, ইকরাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মো.টিটু ভূইয়া,পৌরসভার সেবকলীগের সাধারন সম্পাদক নবী হোসেন, হেলেনা মেম্বার,সোনিয়া প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধনে ছিলেন দোহার উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও কার্তিকপুর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া ও সঞ্চালনায় সাইফুল ইসলাম

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment