মাদারীপুরর কালকিনিতে চেয়ারম্যান সমর্থকদের বোমায় মেম্বার নিহত

https://www.youtube.com/watch?v=cYZGmEYt1uk

 

মাদারীপুরের কালকিনিতে চেয়ারম্যান সমর্থকদের বোমা হামলায় এক ইউনিয়ন পরিষদের সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক ক‌লেজ ছা‌ত্রের হা‌তের কব্জি কর্তনসহ আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার বিকালে কাল‌কি‌নি উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্যসের নাম খবির মৃধা। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানায়, এলাকায় আধিপত্য নিয়ে বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সমর্থকদের সঙ্গে ইউপি সদস্য খবিরের বিরোধ ছিল। এর জেরে সুমনের লোকজন খবির ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বোমার আঘাতে ইউপি সদস্য খবির মৃধা নিহত হন। এ ছাড়াও আহত হন আরও ১০ জন।

তিনি জানায়, আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সুমনের সমর্থক মিরাজ ঘরামীর শরীর থেকে হাতের ক‌ব্জি ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মল্লিকা সাহা বলেন, আশঙ্কাজনক অবস্থায় একজনকে বরিশাল পাঠানো হয়েছে। তার পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন ছিলো এবং হাতের ক‌ব্জি কাটা ছিল। এ‌তে তার বিভিন্ন স্থানে বড় ধরনের ক্ষত রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বজরুল আলম মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতয়েন রয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment