নিখোঁজের তিনদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

 রাজশাহী ব্যুরো :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের একটি পুকুরে মরদেহটি ভেসে উঠতে দেখে এলাকাবাসী। তৎক্ষনাৎ পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম জয়নাল আবেদিন (১৮)। সে গোদাগাড়ী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলার চর হরিশপুর গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম। পারিবারিক সূত্রে জানা যায়, জয়নাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সারাংপুর গ্রামে বোনের বাড়ীতে থেকে পড়ালেখা করত। গত বৃহস্পতিবার দুপুরে বাড়ী থেকে বের হবার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।গতকাল শুক্রবার জয়নালের বাবা ও দুলাভাই গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন। জয়নালের বাবা খোরশেদ আলম অভিযোগের কণ্ঠে বলেন,আমার ছেলেকে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে। দ্রুত দোষীদের সনাক্ত করে ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তি চাই। জয়নালের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান,নিখোঁজের তিনদিন পর শনিবার খুব ভোরে জয়নালের মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment