অভাবের সংসারের অাল অামিনের পড়ালেখার স্বপ্ন! পূরণ করলেন সেন্ট্রাল বয়েজ

 অামির হামজা রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি।।

একজন অাল অামিন স্বপ্ন ছিল পড়া-লেখা করে দেশের বড় একটা কিছু হওয়ার। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণে সে সুযোগ লাভ করে স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত সেই পথে যাত্রা শুরু করলেও সময় গড়ানোর সাথে সাথে অর্থ সংকটে সে স্বপ্ন এখন ফিকে হয়ে উঠছে মেধাবী শিক্ষার্থী অাল অামিনের। ওয়াজেদিয়া কামিল মাদরাসায় ৮ম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণে হয়েও দারিদ্র্যতার কারণে পড়া-লেখা থেমে যেতে পারে এমন আশঙ্কার মধ্যেই দিন কাটছে অাল অামিন। কিন্তু তার অদম্য সাহস ও পরিশ্রমকে কাজে লাগিয়ে রাস্তায় রিক্সাচালিয়ে সংসারের ও পড়া-লেখার খরচ যোগাছেন অাল অামিন। তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া, অভাবের সংসারে কষ্ট সহ্য করতে না পেরে তার পরিবার নিয়ে চলে রাউজানে, বেশ কিছু বছর যাবত ধরে রাউজান পৌরসভার বসবাস করছেন তার পরিবার। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও বর্তমানে কষ্টহীন অবস্থায় দিন কাটছে মেধাবী শিক্ষার্থী অাল অামিনের পরিবারের। সংসারের ঘানি আর ছেলের পড়ালেখার খরচ জোগাতে গিয়ে টাকা-পয়সার অভাব হয়ে পড়েছেন তার পরিবার। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে মেধাবী ছাত্রের মেধা বিকাশে শত ইচ্ছে থাকলেও বাধ একটাই তাদের দারিদ্র্যতা। কিশোরের অাল অামিনের এমন পরিস্থিতি দৃষ্টিগোচরে অাসেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর দায়িত্বশীল নেতৃবৃন্দের। তার পড়ালেখার ব্যয়ভার গ্রহণ করেছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান। এ উপলক্ষে সোমবার বিকেলে রাউজানের জনপ্রিয় সংগঠন সেন্ট্রাল বয়েজ পক্ষ থেকে আংশিক অনুদান তুলে দেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা। এ সময় উপস্থিত ছিলেন আল আকসা ট্রেডিং এর সত্ত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সালাহ্ উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, অর্থ সম্পাদক তারেক হাসান, দপ্তর সম্পাদক অর্জন বড়ুয়া।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment