প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

 পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে, দাতা সংস্থা এ্যকশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় উপজেলার লালুয়া ইউনিয়নে “আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ” স্লোগানে স্পন্সর ও নন স্পন্সর শিশুদের অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় লালুয়া হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মোট ১০ টি ইভেন্টে লালুয়া ইউনিয়নের আভাস সিএএসআর প্রকল্প এলাকার ৫ টি স্কুলের মোট ১৫০ জন শিশু অংশগ্রহন করেন। এসব স্কুলের শিক্ষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জালাল আহমেদ। ইউপি চেয়ারম্যান তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাসের প্রকল্প ব্যাবস্থাপক মনিরুল ইসলাম ও আলী আহসান। আভাসের স্পন্সরশীপ অফিসার মোঃআরিফুল ইসলাম সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment