মানুষের কল্যানে জীবন যৌবন শেষ করেছি – মাহবুবুর রহমান

ঢাকা জেলা প্রতিনিধি.

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, ৬৯’এ বঙ্গবন্ধুর রাজনীতি করার সৌভাগ্য আমার হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে শুধু মানুষের কল্যানে জীবন যৌবন শেষ করেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। আমি সততার সাথে দায়িত্ব পালন করে যাবো। শুক্রবার সন্ধ্যায় দোহার উপজেলার পূজাম-প পরিদর্শনকালে জয়পাড়া হরিসভা মন্দির প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতিকের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী জাতিরজনক বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা , জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর এদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে চলেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ- সভাপতি ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার। উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল-মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন দরানী, চুড়াইন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, আওয়ামীলীগ নেতা- শাহাবউদ্দিন আহমেদ, কাওসার মোল্লা, স্বপন বেপারী, হাবিবুর রহমান, আবুল কালাম প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment