মাদারীপুরে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন

 মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মশালার কার্যক্রমের মধ্য দিয়ে বৃহস্পতিবার মানসম্মত মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সম্প্রসারিত করার লক্ষ্যে পাঁচ বছর মেয়াদী ‘মামনি এমএনসিএসপি’ নামের একটি প্রকল্পের যাত্রা উদ্বোধন ও শুরু হয়েছে করা হয়। তৃণমূল পর্যায়ে মা ও নবজাতকের মৃতু ঝুঁিক হ্রাস করার লক্ষ্যে গত দুই দশক ধরে ইউএসএআইডি বাংলাদেশ সরকারকে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলায় এই প্রকল্পে কার্যক্রম শুরু হয়। সেভ দ্য চিলড্রেন ও সহযোগি সংস্থার অনুদানে এই কার্যক্রম মাদারীপুরে জেলায় কাজ করবে। কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিজিএইচএস’এর ঢাকা বিভাগের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. নিশিত কান্তি দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সিভিল সার্জন ডা. ফরিদ উদ্দিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, স্থানীয় সরকারের অতিরিক্ত পরিচালক মো. রাসেল সাবরিন। এসময় প্রকল্পের কর্মকর্তাসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment