মহাদেবপুরে সরকারের সাফল্য অর্জন ও ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দশটি উন্নয়ন মূলক প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। প্রকল্পের মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবারক হোসেন পারভেজ, জেলা তথ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান শাহ্ধসঢ়;, সহকারী তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন, সাংবাদিক গোলাম রসুল বাবু, গৌতম কুমার মহন্ত, লিয়াকত আলী বাবলু প্রমূখ। উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে মহাদেবপুর উপজেলা পরিষদ হলরুমে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment