লায়ন এয়ারের বিধ্বস্ত ফ্লাইটের পাইলট ছিলেন ভারতীয়

লায়ন এয়ারের বিধ্বস্ত ফ্লাইটের পাইলট ছিলেন ভারতীয়

১৮৮ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের ফ্লাইটের চালক ছিলেন একজন ভারতীয়। তার নাম ভব্য সুনেজা। ৩১ বছর বয়সী ওই পাইলট দিল্লির বাসিন্দা।

এনডিটিভি জানায়, নিখোঁজ ভব্য সুনেজা সাত বছর আগে লায়ন এয়ারের ফ্লাইটে পাইলট হিসেবে যোগ দেন। এর আগে তিনি শিক্ষানবিশ পাইলট হিসেবে সেখানে কাজ করেন।

সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জাভা সাগরে পড়ে যায় এই বোয়িং বিমানটি।

বেল এয়ার ইন্টারন্যাশনাল থেকে প্রশিক্ষণ নিয়েছেন সুনেজা। পরে এমিরেটস এয়ারলাইন্সে ট্রেইনি পাইলট হিসবে কাজ করেন তিনি। এরপর যোগ দেন লায়ন এয়ারে। সুনেজা বোয়িং ৭৩৭  বিমান চালনাতে পারদর্শী ছিলেন বলে জানা গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment