ভারতকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে আগামীকাল (বৃহস্পতিবার) ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। গতবারের চ্যাম্পিয়নদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে মোস্তফা আনোয়ার পারভেজের দল। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় মুখোমুখি হবে দল দুটি।

মালদ্বীপকে ৯-০ ও নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ধারা সচল রাখতে চাইছে লাল-সবুজ দল। কোচ মোস্তফা আনোয়ার আত্মবিশ্বাসী, ‘সেমিফাইনাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখেছি। আমরা ওদের গেম প্ল্যান দেখেছি। এবার আমাদের গেম প্ল্যান সাজাব। ভারতের বিপক্ষে আমরা প্রস্তুত। ইনশাল্লাহ চেষ্টা করব ওদের প্রতিহত করে ফাইনালে যাওয়ার।’

অধিনায়ক মেহেদেী হাসানের কণ্ঠেও একই সুর, ‘ভারত শক্তিশালী দল। আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি। গ্রুপে মালদ্বীপ ও নেপালের বিপক্ষে জিতেছি, আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করি ভারতের বিপক্ষে জিতে ফাইনালে যাব।’

পাকিস্তানের বিপক্ষে ২-১ গোলের হার ও ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ভারত ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিফাইনালে নামছে। বাংলাদেশ শুধু গ্রুপ চ্যাম্পিয়ন নয়, আরও একদিক দিয়ে এগিয়ে আছে। গ্রুপে প্রতিপক্ষের জালে ১১বার বল জড়িয়েছে তারা, বিপরীতে হজম করেছে মাত্র একটি। অন্যদিকে ভারত দিয়েছে ৫টি, হজম করেছে ২ গোল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment