খাশোগি হত্যাকাণ্ডে তদন্তের প্রশ্নের সাড়া দেয়নি সৌদি আরব: তুরস্ক

খাশোগি হত্যাকাণ্ডে তদন্তের প্রশ্নের সাড়া দেয়নি সৌদি আরব: তুরস্ক
সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তুরস্কের প্রশ্নের জবাবে সাড়া দেয়নি সৌদি আরব। তুরস্কের বিচারমন্ত্রী আব্দুল্লাহমিত গুল আজ বৃহস্পতিবার এসব কথা বলেন।
তিনি বলেন, সৌদি আরবের পক্ষ থেকে তেমন কোন সাড়া পাওয়া যায়নি। এছাড়া জামাল খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের তদন্তে গড়মিল আছে। তারা এক পক্ষ কে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, সৌদি আরবের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। শিগগিরই এর সঠিক তদন্ত হওয়া উচিৎ এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিৎ।
নিহত জামাল খাশোগির মৃতদেহ এখনো পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসের সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খুন হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়,তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবের দাবি,এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেহরক্ষিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে,খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment