শিবির কার্যালয়ে বিস্ফোরণ, পুলিশের অভিযান চলছে

শিবির কার্যালয়ে বিস্ফোরণ, পুলিশের অভিযান চলছে

চট্টগ্রামের চন্দনপুরার দেওয়ানবাজারের ডিসি রোডে অবস্থিত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নগর কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

তবে, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিডি২৪লাইভকে বলেন, অভিযান চলছে। তবে, বিস্তারিত এখন বলা যাচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

তিনটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। উপ-কমিশনার মেহেদী হাসান গণমাধ্যমকে জানান নির্বাচন পূর্ববর্তী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এখানে অভিযান পরিচালনার সময় শিবিরের কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্স ডাকা হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছিলাম, শিবির কার্যালয়ে অনেক সক্রিয় সদস্যরা ছিল। পুলিশ ব্লক রেড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে নাটোরের লালপুর উপজেলার আটটিকা বাজারের বটতলা এলাকা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর দুই রোকনসহ জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করে লালপুর থানার পুলিশ। শুক্রবার (২ নভেম্বর) রাতে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- জামায়াতের রোকন ও উপজেলার ডেবরাপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে জুয়েল রহমান, বেড়িলাবাড়ী গ্রামের মৃত আজিল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম, জামায়াত কর্মী মোহরকয়া পূর্বপাড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে রুবেল আলী, বেজুল মন্ডলের ছেলে শিমুল মন্ডল ও শফিকুল ইসলামের ছেলে শিমুল আলী।

লালপুর থানার (ওসি) নজরুল ইসলাম জুয়েল আটকের সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment