বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি গতকাল রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড। সবচেয়ে কম টি-২০ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্ষেত্রে হাজার রান করে ফেললেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে আজম ৫৮ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ইনিংসের ৪৮ রানের মাথায় তিনি হাজার রানের গণ্ডি পেরিয়ে যান। স্বাভাবিক ভাবেই বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন তিনি। আজমের এই বিরল কৃতিত্বের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানি মিডিয়া ও সোস্যাল নেটওয়ার্ক।

এর আগে বিরাট কোহলি ২৭টি ইনিংস খেলে এক হাজার রান করেছিলেন, আজমের সেই লক্ষ্যে পৌঁছতে দরকার পড়ল ২৬ টি ইনিংস। দুবাই স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। আজম ছাড়াও মহম্মদ হাফিজের ৩৪ বলে ৫৩ রান করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment