দোহারে কুসুমহাটি ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন

আবুল হাশেম ফকির.

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। গত ৬ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলার কুসুমহাটী ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের গিয়াস উদ্দিন মোল্লার বাড়ীর সামনে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। দোহার উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন দোহার উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তরুন উদীয়মান নেতা হামিদুর রহমান খান হিমু। প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষক ও কৃষি সম্পর্কিত খাতকে অধিক গুরুত্ব দিয়েছেন।

কৃষকের সার, বীজ কীটনাশকে ভর্তুকি দিচ্ছেন। বাজারে যাতে কৃষকের ফসলের নায্য দাম পায় তার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কৃষকের জন্য বিনাসুদে ঋণ দেয়া হচ্ছে। তাই এই কৃষিবান্ধব সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার হোসেন দুলু, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, ঢাকা জেলা (দক্ষিণ) কৃষকলীগের সভাপতি আবু জাফর জাকি উদ্দিন রিন্টু, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক- মো. জাহিদ হোসেন বাপ্পি, মো. সিরাজুল ইসলাম রাজ, মো. আলমগীর খালাসী, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সরকার, কুসুমহাটী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment