রাজবাড়ী-১ আসনে নির্বাচনে অংশগ্রহনের জন্য এ পর্যন্ত ৮জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন।

রাজবাড়ী-১ আসনে নির্বাচনে অংশগ্রহনের জন্য এ পর্যন্ত ৮জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন।

 উজজল চক্বওি রাজবাড়ী প্রতিনিধি:

 আবেদনপত্র সংগ্রহকারীরা হলেন, (১) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।(২) জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, (৩) আওয়ামী লীগের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব আকবর আলী মর্জি, (৪) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, (৫) জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, (৬) রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, (৭) ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এবং (৮) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেন। এছাড়াও, ১১ই নভেম্বর-১৮ রোববার রাজবাড়ী-১ সংসদীয় আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। তার মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান। ৩০শে ডি সেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৫ জন শুক্রবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান, ডেপুটি এটনী জেনারেল ফরহাদ আহম্মদ, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান অদুদ ধানমন্ডি আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। । স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান দীর্ঘ ৩৫ বছর ধরে চিকিৎসকদের সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ছিলেন। তার বাবা প্রয়াত ডা. এ কে এম আসজাদ হোসেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ছিলেন। এলাকায় স্কুল-কলেজ, মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠার জন্য তাঁর বাবা চার একর জমি দিয়ে গেছেন। তিনি নিজেও নিয়মিত এলাকায় এসে মেডিক্যাল ক্যাম্পসহ নানা জনকল্যাণমূলক কাজ করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চাইলে আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন। কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক গণমানুষের সঙ্গে আছেন। আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তরুণ নেতৃত্বকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী যদি তাঁকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সকল শ্রেণী-পেশার মানুষের সাথে নিবিড় যোগাযোগ করাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, বঞ্চিত নেতাকর্মীদের পাশে থেকে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন সভা-সমাবেশ করে নিজের অবস্থান শক্ত তৈরী করছেন। লন্ডনে আইন পেশায় নিয়োজিত সলিসিউটর মুহাম্মদ মেহেদী হাসান দেশে থাকার সময় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। লন্ডনে ছিলেন বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য। লন্ডনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে আলাপের পর তিনি দেশে নিজের এলাকায় কাজ করছেন। মাঝেমধ্যেই দেশে আসেন এবং বিভিন্ন সেবামূলক কাজ করেন। সাম্প্রতিক সময়ে তিনি এলাকায় গণসংযোগও করেছেন। যে কারণে তিনি এবার দলের কাছে মনোনয়ন চাইবেন। ডেপুটি এটর্নীজেনারেল ফরহাদ আহম্মেদও ইতিমধ্যে এলাকায় পোষ্টার সার্টিয়েছেন। অধ্যাপক ফরিদ হাসান অদুদ পাংশা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক। রাজনীতিতে তিনি ও তার পরিবার বেশ সক্রিয় ও জনসমর্থিত। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি, বালিয়াকান্দি উপজেলার ৭টি ও কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে রাজবাড়ী-২ সংসদীয় আসন। বর্তমানে আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে। আগামী নির্বাচনে আসনটি ধরে রাখতে মরিয়া দলটি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment