সৌদি আরবে বন্যা, ৩০ জনের প্রাণহানি!

সৌদি আরবে বন্যা, ৩০ জনের প্রাণহানি- সৌদি আরবে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আর এতে গত এক মাসে দেশজুড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার (১৪ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই ৩০ জনের মধ্যে কেউ বন্যার কারণে আবার কেউ বন্যায় সৃষ্ট লণ্ডভণ্ড বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বিভাগটি আরও বলেছে, সম্প্রতি বন্যা প্লাবিত এলাকা থেকে এক হাজার ৪৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই দেশটির রাজধানী রিয়াদ থেকে উদ্ধার করা হয়।

তারা আরও বলছে, দেশজুড়ে বন্যা কবলিত এলাকা থেকে যতো বেশি সম্ভব তিন হাজার ৮৬৫ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই হাজার একজনকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।

দেশটির জননিরাপত্তা বিভাগ দেশে বসবাসকারী সকল নাগরিককে চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে বলেছে। সেইসঙ্গে ভারী বৃষ্টিতে বন্যা এলাকা বা উপত্যকায় ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোহিঙ্গা নির্যাতনের দায় কার, সুচিকে যুক্তরাষ্ট্র…

সিঙ্গাপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও মিয়ানমার নেত্রী অং সান সুচির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এই বৈঠকের আগে সুচির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের নির্যাতনের কারণে দেশটির সেনাবাহিনীর সমালোচনা করেছেন।

বুধবার (১৪ নভেম্বর) তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আগে মাইক পেন্স সুচির কাছে জানতে চান যারা রোহিঙ্গা সহিংসতার সৃষ্টি করেছেন, তাদের দায়ী করা হবে কি-না।

সিঙ্গাপুরে তাদের এ প্রাইভেট বৈঠক করার আগে তারা সংবাদমাধ্যমের সঙ্গে একটি সম্মেলনে বসেন। সেখানে সুচিকে মাইক পেন্স বলেন, বিনা কারণে সাত লাখ রোহিঙ্গাকে নির্যাতন-নিপীড়ন করে বাংলাদেশে পাঠিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। আমি আপনার কাছে এর প্রতিক্রিয়া শুনতে আগ্রহী; এ সহিংসতার জন্য কাকে দায়ী করা হবে।

তিনি বলেন, গণহত্যা, নির্যাতন-অত্যাচারসহ লাখ লাখ মুসলিম রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। দুঃখ-কষ্টে দিন পার করছেন তারা। এর জন্য কাদের দায় দেবেন সুচি, সেটা জানতে তিনি উদগ্রীব।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment