চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ-বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭৩

বিশেষ প্রতিনিধিঃ

মিজানুর রহমান হানিফ

দৈনিক আগামীর সময়

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির এখন পর্যন্ত ৭৩জন দলীয়

মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন ও বিএনপির ৩০ জন। অবস্থা এমন যে দলীয় মনোনয়ন পেলেই জয় নিশ্চিত। এ জন্যে অনেকে যেনো মরিয়া হয়ে উঠেছেন দলীয় মনোনয়নের প্রত্যাশায়। তবে এদের মধ্যে অনেকেই ডামি হিসেবে মনোনয়ন চেয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। অর্থাৎ কাউকে ঠেকাতে অন্য কারো প্রতি সমর্থন জানাতেই দলের মনোনয়ন চাওয়া।

 

আওয়ামী লীগ থেকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৪জন, চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) আসনে ৮ জন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে ৭ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে প্রার্থী হতে ১৩জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর-১ (কচুয়া) আসনের জন্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোঃ সেলিম মাহমুদ ও আওয়ামী লীগ নেতা জাপান প্রবাসী ইঞ্জিঃ জসিম উদ্দিন।

 

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিশিষ্ট ব্যবসায়ী এম ইসফাক আহসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমীন রুহুল, মায়া চৌধুরীর ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ. কদ্দুছ, যুবলীগের মহিলা সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী, কেন্দ্রীয় কৃষক লীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটওয়ারী।

 

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জন্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভঁূইয়া, সদস্য ড. মোহাম্মদ হাসান খান, আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহান, আওয়ামী লীগ নেতা জাকির হোসাইন মারুফ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান রিপন।

 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম (রোমান), আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, অধ্যাপক ডা. মোস্তফা হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন খোকা, ডা. বদরুন নাহার ভঁূইয়া, অ্যাডঃ নূর হোসেন বলাই ও আওয়ামী লীগ সমর্থক মোঃ মিন্টু।

 

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, সংরক্ষিত নারী আসনের এমপি নূরজাহান বেগম মুক্তা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, পাওয়ার সেলের ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সালাউদ্দিন, কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি মোঃ সফিকুল আলম ফিরোজ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ড. এসএম মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক নাসরিন জাহান শেফালী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক এমপি মরহুম আঃ রবের ছেলে খালেদুর রব মিঠু ও আওয়ামী লীগ সমর্থক আলী আহসান মাহমুদ।

 

অপরদিকে বিএনপি থেকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৫ জন, চাঁদপুর-২ আসনে ৯ জন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হামইচর) আসনে ১০ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৭ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসন থেকে প্রার্থী হতে ২ জন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া আরো কয়েকজন দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের পক্ষে তার অনুসারীরা, মিলনের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির, সহ-সভাপতি আহম মনিরুজ্জামান দেওয়ান মানিক ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারফ হোসেন।

 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডঃ মোঃ বোরহান উদ্দিন, আতাউর রহমান ঢালী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. মোঃ জালাল উদ্দিন, সাবেক এমপি আলম খান, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক সরকার সিআইডি, বর্তমান সভাপতি আহছান উল্লা ফটিক, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম নূরুল হুদার ছেলে তানভীর হুদা।

 

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে সাবেক এমপি এসএ সুলতান টিটু, সাবেক এমপি প্রফেসর এম আব্দুল্লাহ (২০ দলীয় জোট এলডিপি থেকে), জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ভূঁইয়া, রাশেদা বেগম হীরা, এসএম কামাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দুলাল খান, মাহবুবুর রহমান শাহীন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ ও অ্যাডঃ নাজমুল আলম।

 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জন্যে সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হান্নান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোঃ ইউনুছ, কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক, কেন্দ্রীয় নেতা অ্যাডঃ আব্বাস উদ্দিন ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী।

 

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সাবেক এমপি এমএ মতিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment