নওগাঁয় নতুন বাজেট ও হিসাবরক্ষক শ্রেনীবিন্যাস পদ্ধতির উপর প্রশিক্ষন কর্মশালা

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নতুন বাজেট ও হিসাবরক্ষক শ্রেনীবিন্যাস পদ্ধতির উপর ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের নিয়ে নওগাঁয় দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে নওগাঁ পুলিশ লাইন্স ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে সরকারী ব্যবস্থাপনা শক্তিশালীকরন কর্মসূচী, অর্থবিভাগ ও জেলা হিসাবরক্ষন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। রাজশাহী বিভাগের ডিসিএ গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে জেলা হিসাবরক্ষন কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর আব্দুর রউফ, প্রশিক্ষক সুমন কুমার শর্মা, সোহেল রানা ও পরামর্শক সালাহউদ্দীন এবং রাউফুর রহমান। জেলায় কর্মরত ২৫জন সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment