অ্যাডিলেডে এই ‘রেকর্ডটি’ চাননি লায়ন!

অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা বোলার নাথান লায়ন। দেশটির ইতিহাসের চতুর্থ উইকেট শিকারি ৩১ বছর বয়সী এই স্পিনার। কিন্তু বৃহস্পতিবার অ্যাডিলেডে এমন এক রেকর্ড স্পর্শ করেছেন তিনি, যা হয়তো নিজেও চাননি। এদিন টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০০টি ছক্কার মার খাওয়ার অভিজ্ঞতা হয়েছে তার।

অস্ট্রেলিয়ার হয়ে ৮১টি টেস্ট খেলেছেন লায়ন। উইকেট নিয়েছেন ৩২০টি। কিন্তু ছক্কার মার হজম করাতেও দেখা যাচ্ছে বেশ পারদর্শী তিনি। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ২০০ বার ছক্কার মার হজম করেছেন।

লায়নের দুইশতম ছক্কার ‘রেকর্ডে’ জড়িয়ে আছে ভারতীয় হার্ড-হিটার ব্যাটসম্যান রোহিত শর্মার নাম। অ্যাডিলেডে লায়নকে দুইশতম ছক্কার অভিজ্ঞতা দেন রোহিতই। অবশ্য পরের বলেই রোহিতকে আউট করে মাঠ ছাড়া করেন লায়ন। কিন্তু ততক্ষণে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০০টি ছক্কার মার খাওয়ার রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন তিনি।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment