ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার, কম্পিউটারের হার্ডডিক্স উদ্ধার

 ঝিনাইদহ প্রতিনিধি:

 ঝিনাইদহে জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গেল রাতে সদর উপজেলার চন্ডিপুর বাজার থেকে মিলন হোসেন নামের ওই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারে অভিযান চালায় তারা। এসময় মিলন হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়। সে সময় উদ্ধার করা হয় ২ টি জিহাদী বই, ৩টি কম্পিউটারের হার্ডডিক্স ও ১ টি মোবাইল। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মিলন হোসেন গত ২১ নভেম্বর ২০১৮ তারিখে কালুহাটি হতে গ্রেফতারকৃত ঝিনাইদহ জেএমবির নেতা মোঃ আক্তারুজ্জামান সাগরের ঘনিষ্ঠ সহযোগী। সে বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায় জঙ্গীবাদ কার্যক্রমের দিকে নিজেকে মনোনিবেশ করে। পরবর্তীতে ২০১৫ সাল হতে জঙ্গীবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। এবং বিভিন্ন সময় শারীরিক, সামরিক ও বিস্ফোরক বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। তার ব্যবহৃত কম্পিউটারে হার্ডডিক্সের বিভিন্ন ড্রাইভে জিহাদ শিরোনামে ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন অডিও ও ভিডিও ফাইল পাওয়া যায়। তার স্বীকারোক্তি মূলে জানা যায় যে, উক্ত অডিও ও ভিডিও ফাইল সমূহ স্থানীয় জেএমবি নেতা মোঃ আক্তারুজ্জামান সাগর এগুলো বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য তাকে প্রদান করে। গ্রেফতারকৃত জঙ্গি আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment