জগন্নাথপুরে হারুনুর রশীদ হিরণ মিয়ার নামে স্টেডিয়াম নির্মাণ করা হবে- প্রতিমন্ত্রী এম এ মান্নান মোঃ হুমায়ুন কবীর

 ফরীদি জগন্নাথপুর, (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আজীন সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়ার ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ৮ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে হারুনুর রশীদ হিরণ মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা সদর বাজারে স্মৃতি সংসদের সভাপতি হাজী ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শশীকান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব এমএ মান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের মহিলা এমপি অ্যাডভোকেট শামসুন্নাহার রাব্বানী শাহানা। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর খাইরুল কবির রুমেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, যুক্তরাজ্যের মিডল্যান্ড আ.লীগের সহ-সভাপতি আকমল খান, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শুকুর আলী, আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, যুক্তরাজ্যের লীডস আ.লীগের সাধারণ সম্পাদক ইয়াওর মিয়া, আ.লীগ নেতা আবু তোয়াহিদ, সাংবাদিক শংকর রায়, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লীডস আ.লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ ভূইয়া। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ‘প্রয়াত হারুনুর রশীদ হিরণ মিয়ার শুন্যতা কোন দিন পুরন হবে না। তাই তাঁর স্মৃতি ধরে রাখতে জগন্নাথপুরে হারুনুর রশীদ হিরণ মিয়ার নামে স্টেডিয়াম নির্মাণ করা হবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় জগন্নাথপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী বিনয় ভূষন বণিক, আবদাল হোসেন ভূইয়া, জামাল মিয়া তালুকদার, সাবেক চেয়ারম্যান মজলুল হক, শালিসি ব্যক্তি আবদুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুব লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, মমরাজ হোসেন রাজ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment