খাদ্য উৎপাদন কমেছে উ. কোরিয়ায়

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) জানিয়েছে, উত্তর কোরিয়ায় এ বছর খাদ্য উৎপাদন কমে গেছে।

ফাও তাদের ত্রৈমাসিক ক্রপ প্রসপেক্টস অ্যান্ড ফুড সিচুয়েশন প্রতিবেদনে জানায়, ধান ও ভুট্টা উত্তর কোরিয়ার প্রধান খাদ্য শস্য। অনাবৃষ্টি ও সেচ ব্যবস্থার স্বল্পতার কারণে ধানের উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে ভুট্টার উৎপাদনও হ্রাস পেয়েছে।

২০১৯ সালে দেশটির ৬ লাখ ৪১ হাজার টন খাদ্য আমদানির প্রয়োজন হবে। তাদের আমদানির এ পরিমাণ চলতি বছরের চেয়ে ৪ লাখ ৫৬ হাজার টন বেশি হবে।

চলতি বছর উত্তর কোরিয়া ৩ লাখ ৯০ হাজার টন আমদানি এবং ৬৬ হাজার টন খাদ্য ত্রাণ গ্রহণ করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment