শীতকালে শিশুর ডায়রিয়া হলে করণীয়

শীতকালে অনেক শিশুই ডায়রিয়ায় আক্রান্ত হয়। শীতকালে শিশুর ডায়রিয়া হওয়ার অন্যতম কারণ রোটা ভাইরাস। শীতকালে ডায়রিয়া হলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ৩২৮৩তম পর্বে কথা বলেছেন ডা. মশিউর রহমান।

ডা. মশিউর রহমান বর্তমানে ইউনাইটেড হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : শীতকালে শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে করণীয় কী? এই ডায়রিয়া কতটা ঝুঁকিপূর্ণ?

উত্তর : আসলে রোটা ভাইরাস ডায়রিয়া তো পানির মতো হতে থাকে। কোনো কোনো বাচ্চার দেখা যায় যে দিনে ১০/১৫ বারও পানির মতো পায়খানা হতে থাকে। পায়খানাতে লবণ ও পানি বেরিয়ে আসে। লবণ ও পানি যদি ঠিকমতো আবার তাকে দেওয়া হয়, তাহলে ঠিক হবে। রোটা ভাইরাস তো আসলে ভাইরাস দিয়ে হয়, এর কোনো অ্যান্টিবায়োটিক নেই। এর প্রধান চিকিৎসাই হলো স্যালাইন। এর ভেতর পানি ও লবণ রয়েছে। এটিই তাদের খুব ঘন ঘন খাওয়াতে হবে। যদি শিশুদের ঘন ঘন স্যালাইন খাওয়াতে পারে, তাহলে ভালো। কিছু কিছু খাবার রয়েছে, যেগুলো খাওয়ালে পায়খানা অনেকটা শক্ত হয়ে আসে। যেমন : কাঁচাকলা। কাঁচাকলা অনেক বেশি খাওয়ালে পায়খানাটা একটু শক্ত হয়ে আসে। নরম ভাত খাওয়াবে। আরেকটি উপাদান হলো দই। এর মধ্যে প্রোবায়োটিক বলে একটি বস্তু রয়েছে, এটিও খুব কাজে দেয়।

সাধারণত প্রস্রাব ছয় ঘণ্টার মধ্যে হবে। তবে ছয় ঘণ্টার থেকে যদি দেরি করে, তাহলে বুঝতে হবে ডায়রিয়ার কারণে শিশুর পানিশূন্যতা হয়েছে। এ ছাড়া জিহ্বাটা শুকিয়ে যাবে। চামড়াটা আরো শুকিয়ে যাবে। এ রকম কিছু লক্ষণ আমরা বুঝতে পারি। তখন তারা চিকিৎসকের পরামর্শ নেবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment