ইফার আয়োজনে চাঁদপুরে বিজয় দিবস উদযাপিত

 আবু বকর বিন ফারুক:

আজ ১৬ ডিসেম্বর, সকাল ১০ ঘটিকায়, বিষ্ণুদী সিনিয়র মাদ্রাসায় ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার আয়োজনে র্যালী, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফার চাঁদপুর উপ পরিচালক আব্দুস সামাদ এর সভাপতিত্বে ইফা সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: শামসুদ্দীনের উপস্হাপনায় আলোচনা পেশ করেন জে এইচ কম্পিউটার এর পরিচালক শেখ মো : জাকির হোসেন, জাতীয় ইমাম সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মো : আব্দুর রহমান গাজী,ইফা চাঁদপুরের ফিল্ড অফিসার মো : আলী আজগর ও মো: ইউনুছ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইফার হেড অফিসের বিশেষ প্রতিনিধি মো : জহির, সভাপতির আলোচনা পেশ করেন ইফা চাঁদপুরের উপ পরিচালক মো : আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা কেফায়েত উল্লাহ, ইফার হিসাব রক্ষক মো : আ: হালিম, বিষ্ণুপুর মদিনা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর বিন ফারুক, মাও: সফিকুর রহমান, মো: মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ, দোয়া মুনাজাত পরিচালনা করেন ইফার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মদনা বাইতুল আমিন জামে মসজিদের খতিব, হাফেজ মো: রুহুল আমিন সিদ্দীকী। ইফার আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় ১১২৮ টি কেন্দ্র,৩১ টি রিসোর্স সেন্টার ও ১৭ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বিজয় ফুল তৈরী ও বিজয় দিবসের গল্প বলা প্রতিযোগীতা ও মিলাদ মাহফিল ও তাবারক বিতরন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment