নির্বাচনী বিধি লঙ্ঘন করায় বগুড়ার শেরপুরে আওয়ামী বিদ্রোহী প্রার্থীর জরিমানা আদায়

 শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া-৫ শেরপর-ধুনট আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তাহমিনা জামান হিমিকা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় গত শুক্রবার বিকালে পৌর শহরের সকাল বাজার এলাকায় উপজেলা ভ্যাম্যমান আলাদত ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জানা যায়, বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে শেরপুর শহর আওয়ামী মহিলা লীগের সভানেত্রী তাহমিনা জামান হিমিকা স্বতন্ত্র প্রার্থী হয়ে সিঙহ মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার নির্বাচনী প্রচারনায় নীতিমালা লঙ্ঘন করে শহরের সকাল বাজার এলাকার বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়েছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী শেখ শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্যাম্যমান আদালত বসিয়ে প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। এ প্রসঙ্গে উপজেলা সহকারী রিটানিং অফিসার (ইউএনও) বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment