শেষ ম্যাচে টসে জিতলো বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে একটু পরেই উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে তৃতীয় এই টি টুয়েন্টি ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছিলো সফরকারী উইন্ডিজরা।

তবে দ্বিতীয় ম্যাচটিতে ৩৬ রানের দুর্দান্ত জয় দিয়ে সিরিজ সমতা ফিরিয়ে আনে টাইগাররা। এবার টানা তিনটি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে সাকিব বাহিনী।

মুখোমুখিঃ

এখন পর্যন্ত সিলেট এবং ঢাকার ম্যাচটি সহ মোট ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ এবং বাংলাদেশ। যার মধ্যে ৫টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অপরদিকে উইন্ডিজদেরও জয়ের সংখান সমান ৫টি (সর্বশেষ সিলেটে)। আর একটিতে কোনও ফলাফল আসে নি। উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দুটি জয় এসেছিলো গত ক্যারিবিয়ান সফরে।

বাংলাদেশ স্কোয়াডঃ 

সাকিব আল হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, আরিফুল হক, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, সৌম্য সরকার, তামিম ইকবাল।

উইন্ডিজ স্কোয়াডঃ

কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শিরফানে রাদারফোর্ড, ওশানে থমাস, কেসরিক উইলিয়ামস।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment