কঙ্গোর নতুন প্রেসিডেন্ট ফেলিক্স তাসহিসকেদি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ফেলিক্স তাসহিসকেদি।  আজ বৃহস্পতিবার প্রথম প্রহরে দেশটির নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণার পরই তিনি শপথ নেন।

দেশটির নির্বাচন কমিশনের প্রধান কর্নেইলো নাঙ্গা বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া তাসহিসকেদি ৩৮ দশমিক ৫৭ শতাংশ ভোট পেয়েছেন।  নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৮ শতাংশ।  ফেলিক্সের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কোয়ালিশন সরকারের এমানুয়েল সাডারে ও অন্য বিরোধী নেতা মার্টিন ফাউলু।  তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

আল জাজিরা বলছে, গত ৩০ ডিসেম্বর কঙ্গোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।  ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে দেশটির প্রায় ১০ লাখের বেশি মানুষ ভোট দিতে পারেনি।

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ফেলিক্স তাসহিসকেদি পেয়েছেন ৭০ লাখ ভোট, মার্টিন ফাউলু ৬৪ লাখ ভোট ও এমানুয়েল সাডারে পেয়েছেন ৪৪ লাখ ভোট।

দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কঙ্গোর বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ১৮ বছর পর অব্যাহতি নিচ্ছেন।  ফেলিক্সের বিজয় দেশটির স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো বিরোধীদলের প্রেসিডেন্ট হওয়ার ঘটনা।

৫৫ বছর বয়সী ফেলিক্স নির্বাচনে জয়ের পর দারিদ্রের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন বলে বিজয়ী ভাষণে জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment