৯ ম্যাচ পর হারের স্বাদ বার্সার

লা লিগায় গত বছরের ১১ নভেম্বর রিয়াল বেতিসের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারের পরই যেন গা ঝাড়া দিয়ে উঠেছিল বার্সেলোনা! সব

প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। কিন্তু হঠাৎ​ ছন্দপতন!

বৃহস্পতিবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে উজ্জীবিত লেভান্তের মাঠে চেনা ছন্দে দেখা মেলেনি বার্সেলোনার। প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসসহ নিয়মিত একাদশে অনেককে বাইরে রেখে খেলতে নামা শিরোপাধারীরা।

ম্যাচের চতুর্থ মিনিটেই উরুগুয়ের ডিফেন্ডার এরিক কাবাকোর হেডে এগিয়েও যায় স্বাগতিক লেভান্তে। অষ্টাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোরহা মায়োরাল।

দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচের ৮৫তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমিয়ে রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগিয়েছিলেন ফিলিপে কৌতিনিয়ো। শেষ পর্যন্ত অবশ্য সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটিকে। বদলি নামা স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেস ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল অতিথিরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment