ডিএনসিসি নির্বাচনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই প্রচারের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা।

প্রতীক পাওয়া ওই পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি) প্রতীক পেয়েছেন।

আজ রবিবার সকালে নির্বাচন কমিশনে (ইসি) তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ডিএনসিসির সাবেক মেয়র আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলামসহ ছয়জন। যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল হলেও পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান। তবে এ নির্বাচন থেকে ববি হাজ্জাজ তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে ভোটের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রচারণা করতে পারবেন প্রার্থীরা।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢকার দুই সিটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment