বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহার আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করছে সরকার। বেশ কয়েকটি দেশ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানা গেছে।
ইতিমধ্যে ফিলিপাইন সরকারের সঙ্গে বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়াও থাইল্যান্ড ও নেপাল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সেবা নিতে আগ্রহী বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ফিলিপাইন থেকে ভালো একটা অর্ডার পেয়েছি। নেপালের সঙ্গে কথাবার্তা হচ্ছে।
এশিয়ার বাজার ধরতে ইতোমধ্যে অনেক দেশে পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।
বঙ্গবন্ধু- ১ স্যাটেলাইটের আন্তর্জাতিক বিস্তৃতির উজ্জ্বল সম্ভাবনা দেখছেন জানিয়ে তিনি বলেন, বিদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক ব্যবহারের অফার আসতে শুরু করেছে। অচিরেই কম্বোডিয়া ও লাওসের বাজার ধরার চেষ্টা করা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশি ১০টি টেলিভিশন চ্যানেল সেবা নিচ্ছে ।
নৌ-পরিবহন, মৎস্য অধিদফতর এবং কৃষি বিভাগসহ ৩০টির বেশি স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিএসসিসিএলের সঙ্গে চুক্তি করেছে।
দেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহটি ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্যদিয়ে ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।