বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন – সালমান এফ রহমান এমপি

 নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, বঙ্গবন্ধু এদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। গড়তে চেয়েছিলেন স্বপ্নের সোনার বাংলা। স্বপরিবারে হত্যার মধ্যেদিয়ে সে স্বপ্ন প্রায় শেষ হয়ে যাচ্ছিলো। দেশকে পরাাধীনতার জালে আবদ্ধ করা হচ্ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে ফের স্বপ্ন বুনন শুরু করলো। গত ১০ বছরে দেশের মানুষ সেই স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, স্বাধীনতা পরবর্তী পাকিস্তানীরা এদেশকে ভৎসনা করতো। তারা বলতো এদেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গকন্যা শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আজ সেই পাকিস্তানীরাই বাংলাদেশকে রোল মডেল মানছে। বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচাল ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী খান টুলু, দোহার সার্কেলের সিনিয়র এএসপি মাহবুবুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলরাম চন্দ্র সরকার প্রমূখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগ সভাপতি মমতাজ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমূখ। এর আগে সকালে ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান জাতির জনকের ৯৯তম জন্মদিন উপলক্ষে নবাবগঞ্জ থানা প্রাঙ্গনে নবাবগঞ্জ এতিমখানার ছাত্রদের খাবার বিতরণ করেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলে জন্মদিনের কেক কেটে কোমলতি ছাত্রছাত্রীদের মুখে তুলে দেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন, মুক্তিযোদ্ধাদের ডায়াবেটিস চিকিৎসা ও শিশুদের ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment